আমার দেখা সবচেয়ে অদ্ভুত কলেজ হচ্ছে তিতুমীর কলেজের দামাল ছেলেরা... তারা মনে হয়, "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না" এই থিওরীতে বিলিভ করে না... তাইতো কিছু হইলেই বাস ভাংগে এবং পরে নিজেরাই পস্তায় এবং মানুষকেও কষ্ট দিতে ভালোবাসে...
তিতুমীর কলেজের সামনে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড ২টা স্পীডব্রেকার তৈরী করা হইছে এবং সাথে সাথে একটা অপ্রয়োজনীয় ওভারব্রীজও তৈরী করা হইছে... এবং তাদের কলেজের সামনেই সব বাসের স্টপেজ...তারপরেও তারা ওভারব্রীজ ব্যবহার করে না এবং কিছু হইলেই গাডি/বাস ভাঙ্গা শুরু করে নিজের সম্পত্তি মনে করে...
যাই হোক, আফসোসের কথা এইখানেই যে, পরে নিজেরাই পস্তায়...এই যেমন কয়দিন আগে উইনার তাদের রুট বদলায়ে ফেলছিলো এবং তাতেও আমাদের তিতুমীর কলেজের দামাল ছেলেদের শিক্ষা হয় নাই, তাইতো এখন বেংগল, ২১শে ভাঙ্গাভাঙ্গি শুরু করছে এবং এখন এরাও নিজেদের রুট বদলায়ে ফেলছে...
কার কি হইছে জানি না, কিন্তু আমরা যারা মহাখালী/ওয়্যারলেস/গুলশান-১ গোলচত্তর নামতাম তাদের খবর হয়ে গেছে...অন্যসব কলেজ/ভার্সিটির পোলাপানের দুর্ভোগের কথা বাদ দিলাম...
বাসের ড্রাইভার/কন্ট্রাক্টার ভুল করলে তাদের ধইরা ধইরা মারুক, প্রব্লেম নাই...কিন্তু বাস কেন কথায় কথায় ভাংগবে এবং পুডায়ে দিবে ?? ক্ষতিটা কাদের হচ্ছে ?? কষ্ট কাদের করতে হচ্ছে এখন...??
এই প্রশ্ন আমি ওইসব শিক্ষিত পোলাপান'দেরকেই করতে চাই...এখন হেটে, অতিরিক্ত টাকা নষ্ট করে রিকশায় উঠে দূরে গিয়ে একই বাসে চডতে কেমন লাগে জানতে চাই আমি সেইসব দামাল ছেলেদের কাছে...
আমাদের দূর্ভোগের কথা বাদ দিলাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।