আমাদের কথা খুঁজে নিন

   

তিতুমীর কলেজের মহিলা হোস্টেলে চুরি

শুক্রবার রাত আড়াইটা থেকে ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বনানী থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন।
তিনি জানান, মহিলা হোস্টেলের নিচতলার দুই/তিনটি কক্ষে (গণরুম হিসেবে পরিচিত) এবং দোতলার কয়েকটি কক্ষে মেয়েদের ভ্যানিটি ব্যাগ, টাকা পয়সা ও মোবাইল চুরি হয়েছে।
মাহবুব হোসেন বলেন, “এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভোর রাতে ঘটনা ঘটলেও বেলা ১২ টা পর‌্যন্ত পুলিশকে জানানো হয়নি বলে জানান কলেজের শিক্ষিকা মাহমুদা বেগম।
তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ চুরির ঘটনা নিয়ে আলোচনা করে পুলিশকে জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.