আমাদের কথা খুঁজে নিন

   

কোন শূন্য স্থানে কি থাকে? মহাশূন্যের শূন্যস্থানের মধ্যে কি থাকে?

আরেকটি হাবি জাবি ব্লগ!! এ মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য সবচেয়ে বেশি ভাবা হয়েছে, সবছেয়ে বেশি খরচ করা হয়েছে। মহাকাশ বিজ্ঞানিও বেশি। সব দিক দিয়েই এগিয়ে রয়েছে, কিন্তু মনে হচ্ছে কিছুই জানা হয় নি। কিছুই না। আর যতটুকু জানা হয়েছে তার সব গুলো এখনো পর্যন্ত সন্ধেহের তালিকায়।

কিছুই শিউর নয়। কিন্তু আমরা মানুষেরা থেমে থাকব না। একটুও না। জানার জন্য জীবন দিয়ে হলে জানার চেষ্টা করে যাচ্ছে বিজ্ঞানিরা। বিজ্ঞানিদের ও দোশ নেই, ছোট বেলা থেকেই সকলের আকাশের দিকে তাকালে একই চিন্তা মাথায় আশে।

ঐ আকাশের তারা গুলো সম্পর্কে জানতে চায়। ধরতে চায়। উড়তে চায়। আজ অনেক কিছুই জানা হয়েছে তারপরও, অনেক কিছুই সফল হয়েছে মানূষের খুবি ক্ষুদ্র রিসোর্স দিয়ে। শুনলে খারাপ লাগে যে, মহাশূন্যের মধ্যে প্রায় ৭২% হচ্ছে অদৃশ্য শক্তি।

২৩% অদৃশ্য পদার্থ, বাকি মাত্র ৫% হচ্ছে এ মহাবিশ্বের আমাদের দেখা অদেখা নক্ষত্র,গ্যালাক্সি ইত্যাদি গুলো থেকে সৃষ্ট শক্তি। এই ৫% শক্তি সম্পর্কেই এখনো পদার্থ বিজ্ঞানীরা কুল কিনারা করতে পারে নি। বাকি ৯৫% কি বা কিভাবে সৃষ্টি হয় তাই জানে না। কোন শূন্য স্থানে কি থাকে? মহাশূন্যের মধ্যে কি থাকে? তাত্ত্বিক পদার্থবিদেরা এ শূন্য সাথে থাকা বস্তুর নাম দিয়েছে "Quintessence" বা পদার্থের পঞ্চম অবস্থা। পদার্থের চতুর্থ অবস্থা বিশ্বাস যোগ্য হলেও এ পঞ্চম অবস্থা এখনও সবার কাছে খটমটে।

আপনাদের যাদের ধারনা রয়েছে এ সম্পর্কে মন্তব্য করতে কার্পন্য করবেন না প্লিজ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।