আমাদের কথা খুঁজে নিন

   

শূন্য



কোন এক অজানা কারনে কোন এক অদৃশ্য বন্ধনে আটকা পরে গেছি আমি । আমার কষ্ট গুলো, না পারছি কারো সাথে ভাগ করে নিতে । বড্ড একা আমি, সেতো আমি অনেক আগেই জানি। মহা সমূদ্রের মাঝে যেন আমি একা, মহা আকাশের মাঝে একটি ছোট নক্ষত্র যেন আমি , যার আলো কখনো আসে না পৃথিবীর বুকে, যা অস্তিত্বশীল হয়েও যেন অস্তিত্তহীন। ঠিক তেমনি আজ আমি থেকেও যেন নাই, আমি যেন বিশাল মহাকাশের বুকে অদৃশ্য অতীব ক্ষুদ্র অস্তিত্ব এক। আমি যেন পূর্নতার মাঝে অপূর্নতার স্বাদ, এর চেয়ে বেশি কিছু্ই নই। আমি যেন "শূন্যতা" এক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।