এই যে দিঘী
কাজল দিঘী
করছে টলমল
আলতো পায়ে
ছুঁয়ে দিলাম
কালো দিঘীর জল
নিশি কাটে
ঘুমহারা হায়
স্বপ্ন দেখার ভয়ে
আলতা পায়ে
ছুটেছিলাম
শূন্য হৃদয় লয়ে
আমার দিঘী
প্রানের দিঘী
মনটা উঠে হেসে
মন জুড়ানো
হিমের পরশ
পেলাম অবশেষে
আকাশ জোড়া
নীলের মাঝে
উড়ছি মেলে পাখা
এইতো আমি
খুব সাধারন
শূন্যে ভেসে থাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।