আমাদের কথা খুঁজে নিন

   

........................শূন্য পৃথিবীর পথে আমি এক শূন্য মানুষ.................

স্তব্দতা আর শূন্যতা থেকেই সব মহাসৃষ্টি স্তব্ধ কিছু অনুভুতির গাঁ ঘেমে হঠাৎ বাস্তব যখন বলে উঠে আমি অতিতের কোন এক দুর্বল মুহূর্ত্যের ফল তখন আতকে উঠা বিভৎস মন বারবার অনুসুচনায় অশ্রুসিক্ত হয়। জানি আজ ব্যর্থ অতিতের কোন দাম নেই তবুও বর্তমানে দাড়িয়ে অতিতকে অস্বিকার করা.........? অসম্ভব.....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।