আমাদের কথা খুঁজে নিন

   

সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিরা কোথায়?

I love politics. I want death of those who killed our Army officers. গত ১৮ই মার্চের কালের কন্ঠে প্রকাশিত হয়েছিল: "সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন সাংবাদিকরা।" আরও উল্লেখ ছিল: "সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ সরকারকে হুঁশিয়ার করে বলেন, হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া হলে তার পরিণতি শুভ হবে না। তদন্ত নিয়ে যা করা হচ্ছে, তা ন্যক্কারজনক। এত উদাসীন দৃষ্টিভঙ্গী অতীতে দেখিনি।" আমার প্রশ্ন অনেকদিন পরপর এই ধরনের প্রতিবাদ করে কি কিছু আদায় করা যাবে! আমাদের গভীরভাবে চিন্তা করার সময় হয়েছে এখন যে এই সাগর-রুনী কি কি কারণে খুন হতে পারে। তারা কোন কোন সেক্টরে কাজ করছিল সেটা নিয়ে গবেষনা করা দরকার। মনে খুব সন্দেহ জাগে যখন দেখি এতদিন হয়ে গেল অথচ পুলিশ আজও কাউকে ধরতে পারলোনা। নাকি পুলিশ ঠিকই জানে কে বা কারা খুনী। পার্বত্য চট্টগ্রাম এবং জ্বালানী সেক্টর নিয়ে সাগর-রুনীর কাজগুলো খতিয়ে দেখা প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.