সাত সাগর বরফ জমা কষ্ট বুকে নিয়ে চলছি
কারো সন্ধান পাব কি না ? জানিনা না।
সাগরের ঐপাশ থেকে শোনা যায় আত্মচ্যিকার
এই..... শোন........... শোন...........ই ........।
দুই হাত প্রসন্ন করে তোমার অপেক্ষায় আছি,
অনন্ত নিলীমার মত , আর কত কাল
অশ্রূ ভোজন করব।
ওগো.....এসো ....ই................... ।
দেখবে এখানে কত সুন্দর অরন্য!!
পুষ্প মন্ডিত কুহেলী কাকন স্বর্গপুরী
নয়ন ভরা অপলক দৃষ্টি সব কিছু বিলীন হবে
এই একটু দাড়াও না !দেখব তোমায়
তা না হলে আমি ...........................।
যখন তোমার কথা মনে পড়ে
তখন আমার বুকে সৃষ্টি হয়
ঢেউ ,ঝড় জলোচ্ছাস মহা প্রল্লয়
তীব্র গতিতে এগিয়ে যাই সামনে,
জন্ম দেই মৃত্যু এক রহস্যময় রাজ্য ।
যখন তোমার নয়ন দেখি তখন আমি
শীতের সকালে রোদ্র প্রয়সি মন!
লজ্জাবতির মত লাল হয়ে দুই উজার করি ডাকি
আস.............না........এই..................।
যখন আমাকে ফেলে চলে যাও
কালো অন্ধকার গ্রাস করে আমায়!
তোমার আমার মাঝে অদূশ্য ছায়া
তখন আমি ব্যথা সাগর বুকে ........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।