জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।
এক একটা সাগর এক এক রকম। সাথের আকাশটাও। সিডনীর আশে পাশের সাগরগুলো মোটামোটি সমতলভূমির পরেই। সাদারল্যান্ডের কাছের সাগরটা ছিল একদম পাহাড়ের পাশেই।
পাহাড় ঢালু হতে হতে হঠাৎ সাগর হয়ে গিয়েছে। সাগরের নিচেও নিশ্চয়ই পাহাড় আছে। সাগরের পানিটা সবুজাভ ছিল। আর সারা সাগর জুড়ে অনেক ঢেউ। বড় বড়।
নামি নামি করেও নামি নি। ভয় করছিল। মনে হচ্ছিল, যদি নামতে গিয়ে পা হড়কে পড়ে যাই! পাহাড় তো!
আর দিগন্তে, যেখানে সাগর আর আকাশ এক সাথে মিশেছে, সেখানটা কেমন ঘোলাটে ছিল। স্পষ্ট কোন বিভক্তি নেই। সাগর আস্তে আস্তে আকাশে গিয়ে মিলেছে।
অন্যরকম। অনেক্ষন দেখেছি। কারণটা বুঝি নি।
বালুটাও বেশ অন্যরকম ছিল। কেমন মিহি।
হাঁটতে গেলে পা ডুবে যায়।
সৈকতে গিয়েই স্যান্ডেল ছুঁড়ে ফেলে পানির কাছে গিয়েছিলাম দৌঁড়ে। আমি যখন বিমুগ্ধ হয়ে সাগর দেখছি, তখন ছবিটা স্যান্ডেল পাহাড়াদানকারীর মুঠোফোনে তোলা। বেশ কয়েক মাস আগের কথা। আজ হঠাৎ খুঁজে পেলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।