আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধা

আমারও লিখার অধিকার আছে......... কাল দুপুরে ধানমন্ডিতে এক বন্ধুর বাসায় যাওয়ার জন্য বাস থেকে নামলাম ৩২ নম্বরে। এক রিকশাওয়ালাকে বললাম ১৯ নাম্বারে যাবে কিনা? মামা আমার ৩০ টাকার কমে যাবে না, যেখানে ভারা বড়জোর ১২-১৫ টাকা। মেজাজ টা গেলো খারাপ হয়ে, কিছু বললাম না কারন টা ছিল দুপুরের রোদ। একপ্রকার রাগে হাটা’ই শুরু করলাম। লেকের মধ্যে দিয়ে হেঁটে রাস্তায় ঢুকলাম।

প্রচণ্ড রোদে আমার বারটা বেজে গেছে। পাশের দোকান থেকে একটা কোক কিনলাম সাময়িক তৃষ্ণা নিবারনের জন্য। হঠাৎ চোখ পরলো পাশের ডাস্টবিনে। একটা কুকুর ক্ষুধা নিবারণের চেষ্টা করছে পচা খাবারে। পাশ কাটিয়ে যেতে যেতে দেখলাম ডাস্টবিনের পাশে বসে ক্ষুধা নিবারণ করছে আরও একটা প্রাণী।

দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে ক্ষুধার্ত মানুষ নামের ঐ প্রাণীটা। পচা দুর্গন্ধ খাবার’ই যেন ওর কাছে অমৃত। কিছু আর ভাবতে পারছিলাম না আমি। যেখানে আমাদের ভালো খাবার না হলে পেটে যায় না, সেখানে প্রতিদিন কত লোক’ই না আছে যে পচা দুর্গন্ধ খাবার খেয়ে কাটিয়ে দিচ্ছে দিন রাত। আমার হাতের অবশিষ্ট কোকটুকু গলা দিয়ে আর ভিতরে নামলো না।

শুধুমাত্র দীর্ঘশ্বাস ছারা আর কিছুই কি করার নেই ঐ লোক গুলোর জন্য???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।