আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধা



কপিলা ছিল ছলনা ময়ী...... হৈমন্তিকে ভাল লাগে,কিন্তু নিজের ভালবাসা ,কষ্ট, অভিমান নিজের মাঝে রেখে মারা যায় । তায় ভাবি কেউ যদি বিলসীর মত ভালবাসত । আমি তার জন্য জন্মান্তর মরতে রাজি । তাকে পেলে ঘর বাঁধতাম ময়না দ্বীপে। তাকে নিয়ে যেতে চায় স্বপ্নের কাছকাছি. নকশি কাথায় সুয় সুতো বুনোর যেমন নান্দনিক সৌন্দয থাকে, ভালবাসার মধ্যে তেমনি আবেগের বুনন থাকে যাহা প্রকাশ ছাড়া অথর্হীন। আমি বুঝি না কেন আমার বার বার এমন হয়, কাউকে যখন আপন বলে ভাবা শুরু করেছি তখন তারা দুরে সরে গেছে, আবার আমি যখন ব্যক্তিগত আশা আখাঙ্খার উদ্ধে উঠার সাধনায় ব্রত হয়েছি তখন তারা আমার সাধনায় ব্যাঘাত ঘটিয়েছে। মানুষের শরির বহুত বেশরম জানোয়ার হলেও তাকে নিয়ণ্ত্রন করা সম্ভব, এয় শরিরের একটা গুন তার তৃপ্তির একটা সীমানা আছে, শরিরের যৌন ক্ষুধা মেটানোর জন্য একটা বউ যথেস্ট, কিণ্তু এয় মনের কি হবে, আছে কি কেউ? ২৮ বসন্ত কেটে গেল একবার ও বলল না আমি তোমার হতে চায়..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।