আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধা

আহসান জামান

বৃষ্টিজলে ভিজেছে শহর, পথ-ঘাট-জনপদ মনতো ভিজিনি আজও, তৃষ্ণার কাঠ-ফাঁটা রোদ্দুর মিনতি করেছে ছোঁয়া; ছুঁয়ে ছুঁয়ে পূর্ণতা পায়। বাতাসে উড়ছে শহর, ধূলি-বালি মনতো উড়ে না তবু, গুমোট গ্রীষ্মকাল বাসনা এসেছে মনে, উড়ালে স্বপ্নভেলা। আকাশে মেঘেরা ওড়ে, বৃষ্টিজলে নামে পৃথুলা ভেজায় মন, আমিতো মৃত্তিকার অধম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।