অন্তহীন পথে আমার নিরন্তর ছুটে চলা...... রাত অনেক বেশি টানে আমায়, আর সেই রাতে যদি চাঁদ থাকে তাহলে তো কোন কথাই নেই। চাঁদের কিছু ছবি দিলাম এই ব্লগে যার বেশিরভাগ ই নেট থাকা সংগৃহীত। আশা করি আপনাদের খারাপ লাগবে না। নারকেল পাতার ফাঁক গলে চুয়ে পড়ে জ্যোৎস্না একটুখানি গা ভেজাবার মনে বড় বাসনা বালিয়ারি ঢেকে দেয় খোলা সাগর তীরে জোয়ার এসে আছরে পড়ে ধুয়ে নেয় স্রোতের ভিরে। চাঁদ যদি ঢেকে যায় মেঘেরও ছায়ায় সুর তোলে বীণার তার, বোবা কান্নায় পাওয়া আর না পাওয়ার বেদনা যত চন্দ্রগীতি লেখা হবে হ্রদয়ে তত। শরতের জ্যোৎস্না এতই ধবল যে, তার কোনো তুলনা নেই। ব্যস্ত শহুরে জীবনে চাঁদ যেন নিরব, নিস্তব্ধ কিন্তু আরও বেশি আকর্ষণীয়। সূর্য স্নান করি প্রতিদিন জ্যোৎস্না স্নান করি হৃদয়ের টানে অন্ধকার স্নান করি কৃষ্ণপক্ষের আহ্বানে স্বপ্ন স্নান করি ঘুমের অতলে হারিয়ে। আর কানে যদি বাজতে থাকে এমন কিছু গান তাহলে তো সময়টা খারাপ কাটার কথা না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।