আমাদের কথা খুঁজে নিন

   

বিনম্র চোখ

সুন্দরীতমা, যখন এক ঝলক দেখি তোমায় হৃদয় আমার আনন্দে ভরে যায়, নেচে যায় প্রেমের ভাষা তোমার দু চোখের তারায়। নিমগ্ন মন বিষাদে ভরে যায় শূণ্যতায়, যখন তাড়াতাড়ি তুমি যাও চলে। গাছেরা নেয় নিঃশ্বাস, নদীর কিনারে আমি চেয়ে থাকি অপলক… মুহূর্তে হাজারো শব্দ এক তরঙ্গে দোলে পার্কের ধারে, লেকের পাড়ে বলে থাম সীমারেখা, থাম বিনম্র চোখ। ক্রমশ: উদিত সূর্য ঠায় দাঁড়িয়ে থাকে যতক্ষণ তুমি ফিরে না আসো। সকলে গায় যুগল থিম বসন্তে নীলিমা রুপের ছন্দে রঙিন। তোমার তাড়া সময়ের অজুহাতে, ধুয়ে যাও সবকিছু গ্রীষ্মের বৃষ্টিতে। বসন্তে সাক্ষাৎ যুগ যুগ পরে সময়ের স্রোতে দিনের প্রহর দৌড়ে যায়। আবার নতুন বসন্তে সকালের শিশিরে ক্ষণিক রূপের ঝলকানি… … হৃদয় ভরে যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.