আমাদের জীবনে কিছু কিছু দুঃখজনক ঘটনা ঘটে যার কোন ব্যাখ্যা পাওয়া যায় না। সেগুলোকে আমরা স্রষ্টার নিষ্ঠুরতা মনে করে সৃষ্টিকর্তার উপরে অভিমান করে থাকি। আসলে আমরা খুব বর্তমানে বিশ্বাসী। ইংরাজীতে একটি কথা আছে, " Yesterday is a history, Tomorrow is a mystery and today is a gift". আমরা এই আজকের Gift নিয়ে খুব মশগুল কিন্তু কেউই জানিনা কালকের Mysteryর মধ্যে আল্লাহ কত বড় Gift আমাদের জন্য রেখে দিতে পারেন।
২০০৯ সালের মার্চ মাস।
প্রতিদিনের মত ব্যস্ত সময় কাটাচ্ছি অফিসে। আমার স্ত্রী সন্তানসম্ভবা। আর দুই মাস পরেই ডেলিভারী ডেট। এই সময়টা বাবা মা এর জন্য একটা Different অনুভূতি। মায়ের already প্রস্তুতি শুরু হয়ে যায় মাতৃত্বের জন্য।
বাবারা ঠিক বুঝে উঠতে পারেনা তাদের ভূমিকাটা কি? ডাক্তার যখন কথা বলেন স্ত্রীর পাশে বসে শোনা পর্যন্তই। তারপরও দুজনের মধ্যে অনেক স্বপ্ন রচনা করি ভবিষ্যত সন্তানকে নিয়ে। কখনও ঘরের কোথায় Baby cot টা থাকবে সেটা নিয়ে আলোচনা হয়, কখনও নাম রাখা নিয়ে ছোটখাট ঝগড়া হয়ে যায়। এখনকার প্রযুক্তিতে ছেলে সন্তান না মেয়ে সন্তান আগেই বলে দেওয়া যায়। আমরা ইচ্ছে করেই ডাক্তারের কাছে এটা আগেই জানতে চাইনি।
থাকুক না একটা Surprise.
যেদিনের কথা বলছি সেদিন আমার মায়ের আমার স্ত্রীকে নিয়ে Ultrasonograph করতে যাবার কথা। হঠাৎই ফোন আসে। ভাল খবর নয়। বাচ্চাটার movement পাওয়া যাচ্ছেনা। ছুটে যাই হাসপাতালে।
ডাক্তার বলে কোন কারনে Abortion হয়ে গেছে। একমূহুর্তে ভেঙ্গে যায় সব স্বপ্ন। আমার নিজের থেকে স্ত্রীর জন্য অনেক কষ্ট হয়। অসম্ভব রাগ হয় খোদার উপর। তিনি কি একটু কম নিষ্ঠুর হতে পারতেন না? আমি একজনকে রাগ করে বলি, "আমাদের সন্তান দরকার নাই, আমরা এমনিততেই অনেক Happy থাকবো"।
আমরা ভাবি এক আর আল্লাহ আমাদের জন্য হয়ত অন্য কিছু ভেবে রাখেন।
দিন যায় আমরা আবার বাসা বাধি। আবার স্বপ্ন তৈরী হয়। Ultrasonograph report এ আসে এবার twin সন্তান। নিজেকে ঠিক বিশ্বাস করতে পারিনা।
খুব একটা নিশ্চিত ও হতে পারিনা। সবকিছু ঠিকঠাক হবেতো ? সব চিন্তার অবসান ঘটিয়ে আমার স্ত্রী দুটি সুস্হ সবল ছেলে ও মেয়ের জন্ম দেন। আমি ভাবি আল্লাহ আমার জন্য এতবড় উপহার রেখে দিয়েছিলো? বাচ্চাগুলো বেশ বড় হয়েছে। ছবিতে নিশ্চই দেখতে পারছেন। ওরা সারা ঘরময় ছোটাছুটি করে।
অফিস থেকে ফিরলে আমার উপর ঝাপিয়ে পরে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় আমার চোখ ভিজে যায়। অতীতের সব কষ্ট মুছে গিয়ে এখন আবার মনে হয়, Today is a gift. ওরা দুষ্ট হচ্ছে দিন দিন। আমি প্রান ভরে ওদের দুষ্টামী দেখি আর মনে মনে বলি, "ফাবিয়ায়ে আলা রাব্বিকুমা তুকায্বিবান" হে আমার প্রিয় বান্দা তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।