আমাদের কথা খুঁজে নিন

   

বিপাকে ব্ল্যাকবেরি

লোকসান, কর্মী ছাঁটাইসহ বাজারে পিছিয়ে গিয়ে এখন বিপাকে পড়েছে এক সময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাপী সাড়ে চার হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। আর্থিক সংকটের মুখোমুখি পড়েই কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। ২০ সেপ্টেম্বর বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জানিয়েছেন, ব্ল্যাকবেরির পরিচালনার খরচ কমাতে এবং নতুন পরিকল্পনা সাজাতে ৪০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। উল্লেখ্য, ব্ল্যাকবেরির বর্তমান কর্মীর সংখ্যা ১২ হাজার ৭০০ জন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।