আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ যেমন শাসকও হবে তেমনি , এটা আল্লাহর ওয়াদা

বাঙ্গালী জাতির প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। তিনি কেমন মানুষ ? নিশ্চয়ই ভালো মানুষ (!) তা না হলে তিনি প্রধানমন্ত্রী হলেন কি করে ?একই প্রশ্ন ও উত্তর হিটলার বা বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী প্রয়াত এরশাদ শিকদারের ক্ষেত্রেও প্রযুজ্য। কারণ হিটলারকে অনেক মানুষ সমর্থন করতো বলেই সে দুর্ধর্ষ শাসক হতে পেরেছিল। এরশাদ শিকদারেরও অনেক সমর্থক ও সহযোগী ছিল। তারা এরশাদ শিকদারের জন্য রাত দিন কাজ করতো।

এখন কথা হলো কিছু মানুষ সমর্থন করলেই কি একজন ভালো হয়ে যায় (?) এই প্রশ্নটি আসতে পারে। উত্তরে আমি বলবো না। কারণ শয়তানেরও উপাসক আছে, ইরাকের একটি অঞ্চলে এদের বসবাস। তাদের বিশ্বাস আল্লাহর আদেশ অমান্য করার মত ধৃষ্টতা প্রদর্শন করেছে বলেই সে পুজনীয়। আমাদের প্রধানমন্ত্রী কিছু দিন আগে বেগম জিয়াকে উদ্দেশ করে বললেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি আপনাকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে ? এর কয়েকদিন পর বল্লেন, একাত্তুরে খালেদা জিয়াকে ভারতে আশ্রয় নিতে বলা হয়েছিল কিন্তু তিনি পাকিস্তানি সেনাদের সাথে (!) মেসে থেকে যেতেই পছন্দ করলেন।

শেখ হাসিনার এসব কথা যে ইঙ্গিতপূর্ণ তা কারো বুঝতে অসুবিধা হয়েছে বলে মনে হয় না। বেগম জিয়া অবশ্য এসব কথার উত্তর না দিয়ে বলেছেন,শেখ হাসিনার অনেক অসভ্য কথার উত্তর দিতেও রুচিতে বাধে। এখন কথা হলো একটি মহিলা দেশের সর্বোচ্চ পদে বসে কুরুচিপূর্ণ অসভ্য বক্তব্য দিয়ে যাবে আর বাঙ্গালী তা উপভোগ করবে,এমন জাতির জন্য আল্লাহ ভালো শাসক মনোনিত করবেন না। আল্লাহ কোরআনে বলে দেয়া হয়েছে জাতির স্বভাব ও চরিত্র যেমন হবে তার শাসকও হবে তেমন। অবশ্য এসব কথার উপযুক্ত উত্তর দিতে পারদর্শি ছিল সাকা চৌধুরী।

তার উপযুক্ত উত্তরের জন্য অবশ্য এবার জেলখানায় ইলেক্ট্রিক শক দিয়ে তার সোনা (?) দিয়ে রক্ত ঝড়ানো হয়েছে। আর মাত্র দুটি দিন পরে আমরা স্বাধীনতার গীত গাইতে থাকবো। গাইতে থাকবো না গাইতে শুরু করেছি। আমাদের ভেবে দেখা কি উচিত নয় যে আমরা কেমন জাতি ? কেন আমাদের দেশের এত খারাপ অবস্থা ? কেন আমাদের ঘাড়ে শেখ হাসিনার মত কুরুচিপূর্ণ অযোগ্য এক নারী চেপে বসতে পেরেছে ? কেন দেশের ভবিষ্যত অন্ধকার ? শেখ হাসিনা যখন অবসর নিবেন তখন অনেক টাকা পয়সা ও সম্পদ নিয়ে ছেলে-মেয়ের কাছে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আমাদের কোন যাবার জায়গা নেই।

এই মাটিতেই আমাদেরকে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে হবে। তাই চলুন আমরা সবাই ভালো হই এবং ভালো শাসক নির্বাচনের জন্য সচেষ্ট হই। দেশটাকে বাঁচাই। স্বাধীনতা দিবসের প্রক্কালে এটাই হোক আমাদের প্রত্যয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.