আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম এই রাত্রি আজ বৃষ্টিময় এই রাত্রি আজ নির্ঘুম শুধু আমি আর ব্যর্থতা কথা বলবো আজ উন্মুখ আজ আমি বিমুখতায় পূর্ণ ফোটা ফোটা জল চোখের কোনে মুছে যাবে তা বৃষ্টির মনে আমি বিক্রি করেছি দুঃখ আমার বৃষ্টির কাছে কিনে নেব নতুন সুখ আকাশ থেকে রাতের বৃষ্টিতে ভেঁজা তাঁরাগুলো আজ খুবই ক্লান্ত ঘুম ধরেছে তাদের,ঘুমাবে তারা অবিরত আজ কাঁশবনের ফাঁকেফাঁকে জোনাকির আলো মিটিমিটি নিজ হাতে নিজ জীবন করেছি ধ্বংস বিধাতার নিজ হাতে গড়া তুমি তাই শ্রান্ত তুমি আমার চোখের সমুখে হাত মেলে ধরো এক ফোঁটা অশ্রু সেখানে ফুটে আছে তোমার নাম সেই জলে সৌরভ দিতে পারিনি আমি কারো মনে ঘৃণ্য তাই অতি আমি এই ভুবনে ।। (১৬-৩-২০০৭)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।