আমাদের কথা খুঁজে নিন

   

প্রচেষ্টা বৃথা যায় না


পুরুষের সাফল্যে নারীর প্রেরণা, সচরাচর এই চরাচরে পুথিবদ্ধ সুপ্রাচীন ধারণা । বাস্তবতা ছিল সুদূর পরাহত দারুণ অগোছালো, সারাবিশ্বটাই কেমন যেন হায় বাধা হয়ে দাড়ালো। আমার সমুখপানে ছুটে চলা অশ্বখানা লাগাম টেনে ধরেছে যেন উপহাস, বিদ্রুপ আর প্রবঞ্চণা। চলৎশক্তিহীন নিথর প্রাণহীন তুমিহীন আমি যেন জড়োসরো এক ব্যর্থজনা, অনুপ্রেরণাদাত্রী হবেন যিনি, তিনি করেছেন ছিনিমিনি; হৃদয়টারে লয়ে ভেঙে চূড়ে ,ছুড়ে ফেলেছেন অনেক দূরে; বাক্যবানে সঙ্গোপনে, নিঠুরপণে আঘাতদানে আপনজনে্ । প্রচেষ্টা যায়না বৃথা ;সৃষ্টি মানে স্রষ্টা দানে এই বারতা। সত্য প্রাণে জিততে জানে আপনমনে, বিজয় মন্ত্র জপতে জানে; বীরভোগ্যা বসুন্ধরায় ,রমনীশ্রেষ্ঠা তার সফল যারা; সম্ভাবনা শূণ্য সৃষ্টি যখন, অন্য হিসেবে স্রষ্টা তখন। অকুতোভয় করেছে জয় হিমালয়ের ঐ শৃঙ্গখানি প্রচেষ্টায় তাই ব্যর্থতা নয়, বিজয়ীর বেশে আজ তাইতো আমি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।