আমাদের কথা খুঁজে নিন

   

বৃথা মনঃ রচনা

The mind is in its own place, and in itself/ Can make a Heaven of Hell, a Hell of Heav’n

অনেক.... অনেক দিন পরে দেখা হলো তোমাকে আমার যাচ্ছিলাম ট্রেনে চড়ে। একবারও.... একবারও দেখনি তব হৃদয় চিত্রপটে কভু মম ছবি আঁকো নি। তারপর.... তারপর দুজন মোরা হয়ে গেলাম বিচ্ছিন্ন হয়েছি আমি গুপ্তহোরা। থামল.... থামল গাড়ি স্টেশনে বলবো কথা, পারছি না তা কাঁপছে হৃদয় টেনশনে। তাকিয়ে.... তাকিয়ে আছো জানালার দিকে একবারও কেন দেখলে না দাও নি দৃষ্টি আমাকে।

হয়তো.... হয়তো তুমি দেখনি কিংবা দেখেও দেখছো না হয়েছো যে অন্যের ঘরনি। তবে.... তবে একা কেন তুমি কোথায় তোমার প্রিয়জন যে তব প্রাণের চেয়ে দামি। একি.... একি তোমার বেশ সাদা শাড়িতে লুকিয়েছ জীবন দীপের নিঃশেষ। তাই.... তাই মলিন তব মুখ যে মুখেতে থাকতো আঁকা আমার সকল সুখ। বৃথা.... বৃথা মোর হৃদের রচনার বলা হলো না, শোনা হলো না আমার প্রিয় অঙ্গনার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।