মা এবং মাতৃভূমিকে যে সম্মান এবং ভক্তি করে না সে বিশ্বাসহন্তা অসূয়ক। জাতিভাই এবং জ্ঞাতিভাইকে যে ভালোবাসেনা দম্ভী সে সংকীর্ণমনা হিংসক।
অধরারে ধরতে চেয়ে ঘুরলাম কত নগরে,
অধর আমার পর হয়েছে দেহ আছে পড়ে।
কত জনের আপন হলাম কত জনের পর,
কত জনে ঘৃণা করল কত জনে বলল মর।
কত দিন কাটল একা নিজের সাথে কথা বলে,
কত রাত জেগে বুক ভাসালাম নয়নের জলে।
শেষে আয় ব্যয় বাদ দিয়ে হিসাব করে দেখলাম,
হায়! কিছুইত জমা হলনা বৃথা জীবন কাটালাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।