মন পালাবে কোথায়
দুর্মূল্য পরমায়ু বৃথা চলে যায়।
জাগ্রত নাহি হয় কুলকুণ্ডলিনী,
কাউরে চিনি আবার কাহারে না চিনি।
কাণ্ডারি যিনি, তারে নাহি পাই
দুর্মূল্য পরমায়ু বৃথা চলে যায়।
কবরে লুক্কায়িত, হাজার মন্ত্র লক্ষ তন্ত্র,
বৃথা চলে দেহ জন্ত্র, কালেরে কেউ নাহি পায়।
দুর্মূল্য পরমায়ু বৃথা চলে যায়।
জাল ফেলে দেখি অগাধ জলে,
পণ্ড শ্রম শুধু মীন নাহি মিলে,
মন মাঝে খালি কামাগ্নি জ্বলে,
মোক্ষ না মিলে দেবের দয়ায়,
দুর্মূল্য পরমায়ু বৃথা চলে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।