আমাদের কথা খুঁজে নিন

   

জিএসপি এর উপর স্থগিতাদেশ অর্থনীতিতে প্রভাব পড়বে না।

আমি একজন ছাএ সুবিধা পাওয়া পণ্যের তালিকায় তৈরি পোশাক না থাকায় যুক্তরাষ্ট্রে জিএসপি স্থগিত হওয়ায় আপাতত আর্থিক কোনো ক্ষতির মুখে পড়ছে না। তাছাড়া বাংলাদেশের জিএসপি বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। বিয়োগান্তক ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য জিএসপি সুবিধা স্থগিতাদেশ হলো প্রথম ধাপ। যাতে করে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করা হয়। এতে বাংলাদেশেরই লাভ হবে।

আমার মনে হয় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তটি অত্যন্ত দুঃখজনক। কারণ, কারখানার শ্রমমান নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সিরামিক কারখানাগুলোর জন্য প্রযোজ্য নয়। বরং ক্রেতারা বাংলাদেশের কারখানার কর্মপরিবেশের প্রশংসা করে থাকেন। কাজেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মার্কিন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা পরিস্থিতি উত্তরণে সহায়তার আশ্বাস দিয়েছেন। জিএসপি স্থগিতের সিদ্ধান্তের পর মার্কিন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পাওয়া পণ্য রপ্তানিকারক সংস্থাগুলো।

এ ব্যাপারে সিরামিক রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখনই জিএসপি স্থগিতের প্রভাব তাদের পণ্যের ওপর পড়বে না। মার্কিন ক্রেতারা আভাস দিয়েছেন, ওবামা প্রশাসনের চাহিদা অনুযায়ী তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশ আগামী দুই মাস কার্যকর কী পদক্ষেপ নেয় সেটি পর্যবেক্ষণ করা হবে। যদি দ্রুত ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হয়, ব্যবসায় এর প্রভাব পড়বে না। অন্যদিকে আগামী দুই মাসে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ব্যবসা অব্যাহত রাখতে সিরামিকের পণ্যের মূল্য বর্তমান বাজার দরের চেয়ে ২০ শতাংশ বাড়ানো হবে। তাছাড়া বর্তমান সরকার শ্রমিকদের নিরাপত্তা, বেতন-ভাতা বৃদ্ধিসহ জীবন মান উন্নত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন।

আশা করছি, যুক্তরাষ্ট্র এই স্থগিতাদেশ অদূর ভবিষ্যতেই প্রত্যাহার করে নিবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.