তবে তাদের পক্ষ থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বান চালিয়ে যাওয়া হবে বলে রোববার ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা জানিয়েছেন।
সকালে তার দপ্তরে কয়েকজন সাংবাদিককে হানা বলেন, “আগের মতোই উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। এই মুহূর্তে আমরা কোনো পরিবর্তনের কথা ভাবছি না।
“আমরা সব সময় নির্বাচন নিয়ে বলেছি যে, তা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হতে হবে। বাণিজ্য, জিএসপি ও উন্নয়ন সহযোগিতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
”
গত ৫ জানুয়ারির বিরোধী দলহীন নির্বাচন ‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য’ হয়নি বলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিক্রিয়া জানানোর পর তারা বাংলাদেশি পণ্য থেকে জিএসপি সুবিধা প্রত্যাহার করতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন।
সম্প্রতি এ বিষয়ে কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশ হয়।
এর মধ্যেই বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধির বক্তব্য এলো।
বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। গত অর্থবছরে মোট দুই হাজার ৭০০ কোটি ডলার রপ্তানি হয়, এর অর্ধেকই যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।