সদা নিরুপায় তবুও অকুতোভয় গতকাল গ্রামীনফোন হেল্পলাইন থেকে এক কাষ্টমার ম্যানেজার (নারী অবশ্যই) আমারে কইলো, স্যার আগামী শনিবার জিপিহাউজে একটি স্পেশাল ইভেন্ট হবে। সেখানে ২০০জন স্টার গ্রাহক সুযোগ পেয়েছেন। আপনি তাদের মধ্যে একজন। আমি কইলাম, খাইছে! তার মানে কি আমি অনেক বড় সৌভাগ্যবান? রমনীকন্ঠ কহিলো, অবশ্যই স্যার। তার পরে হেই রমনী বলিতে থাকলো, আপনি সঙ্গে একজন সঙ্গী নিয়ে আসতে পারবেন, সঙ্গে বিভিন্ন ধরণের ফুডস ফ্রী ইত্যাদি ইত্যাদি.......
আমি কইলাম, তাইলে তো এইডা বহুত বড় প্রোগ্রাম।
ওই খানে আপনি প্রবেশ করতে পারবেন? উনি বলিলেন, না না, ওখানে শুধু মাত্র আমন্ত্রিতরা থাকতে পারবেন। আমি কইলাম, ধরেন আপনি যদি চান্স পাইতেন তাহলে? সে কইলো, সেটাতো অনেক বড় পাওয়া হতো আমার!
আমি কইলাম, আচ্ছা বুঝলাম। তারপরে কইলাম, আচ্ছা শোন, আমার তো কোন সঙ্গী নাই তো শুধু শুধু আমার পাশের সিটটা ফাকা রাইখ্যা কোন লাভ নাই। তুমি আমার সঙ্গে যাইতে পারেন। আমি অনুমতি দিলাম।
এতে আমারও উপকার হইবে সঙ্গে তোমারও। তাইলে শনিবার বিকেলে আমার সঙ্গে যোগাযোগ কইরো, ওকে!
ও আমতা আমতা করিতে লাগিলাম......অতঃপর ...... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।