যেসব ক্ষেত্রে লেজার চিকিৎসা করা হয় *স্থায়ীভাবে মহিলাদের অবাঞ্ছিত লোম দূর করতে। * অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রণের কার্যকর চিকিৎসায়। *ব্রণ এবং চিকেন পক্সের কারণে মুখম-লে সৃষ্ট গর্ত পুরোপুরি দূর করতে। *লেজার ফটোডাইনামিক থেরাপি এবং মেলানোসাইট ট্রান্সপ্লানটেশনের মাধ্যমে অধিকাংশ শ্বেতী রোগের সম্পূর্ণ নিরাময়ে। *মুখে বিভিন্ন ধরনের কালো দাগ, যেমন_ মেলাজমা (মেছতা) দূর করতে। *এ ছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগ, যেমন_ সোরিয়াসিস, অ্যাকজিমা, অ্যামাইলয়ডোসিস, কিলয়েড বা ত্বকের কাটা কিংবা ক্ষত অঞ্চল পুরু হয়ে বেড়ে ওঠা, ত্বকের ক্যান্সার ইত্যাদির চিকিৎসায়। *বিনা অপারেশনে মুখের বলিরেখা, তিল ও অস্বাভাবিক কোনো টিউমার দূর করা। *আগুন অথবা এসিডের মাধ্যমে মুখম-ল-শরীর পুড়ে গেলে ক্ষতের কার্যকর চিকিৎসা। *বিভিন্ন চর্মরোগ ছাড়াও নাক, কান, গলা, কিডনি এবং প্রোস্টেটের বিভিন্ন অপারেশন, অর্থোপেডিক্স ও স্পাইনাল সার্জারি, বিভিন্ন গাইনি সার্জারি, চোখ এবং অন্যান্য সার্জারিতে http://www.facebook.com/LaserTreat
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।