যেসব বাবা সন্তানদের ছেড়ে চিরতরে চলে গিয়েছেন, সেসব বাবারা কেমন আছেন? ‘এখন কি তিনি পরাজিত? কেউ দ্যাখেনা একলা মানুষ চিলেকোঠার মতো তিনি আকাশ দ্যাখেন,বাতাস দ্যাখেন’ আর তাদের সন্তানেরা- সন্তানেরা পাখিই শুধু, শুধুই পাখি-বাবারা জানেন। পাখির গায়ের পালকসম বাবারা তাদের ঘিরে থাকেন, অহর্নিশি বাবার দুঃখে সন্তানেরা সকালবেলার শিশিরগুলি চোখে মেখে রোজই কাঁদে ! বাবারা যখন চামেলি নাকি চাঁপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোঁপায়- সেই চামেলি-চাঁপারা সব দিব্যি ফোটে থরে থরে, মায়ের খোঁপা শূন্য দেখে সন্তানেরা কাঁদছে কেমন শিশির মেখে ! ‘এখন কি তিনি পরাজিত? কেউ দ্যাখেনা একলা মানুষ চিলেকোঠার মতো তিনি আকাশ দ্যাখেন,বাতাস দ্যাখেন’ বাবারা বুঝি ওপর থেকেও বুঝতে পারেন- সকালবেলার শিশিরগুলি চোখে মেখে সন্তানেরা তাদের জন্য রোজই কাঁদে ! আবুল হাসানের এই কবিতা অনেকদিন খুজছিলাম পাপড়ি রহমানের জন্য আজ আবার দেখা পেলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।