আমাদের কথা খুঁজে নিন

   

যেসব কাজ কখনই করবেন না -

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

আমরা সবাই প্রতিদিন অনেক কাজ করে থাকি নিজের প্রয়োজনে অথবা অন্যের প্রয়োজনে । কাজ করতেই হয় সেটা চাইলেও বা না চাইলেও । এসব কাজ এর ভিড়ে কিছু কাজ আছে যেটা করা সাধারনত উচিত না । আমরা জেনে হোক বা না বুঝে হোক সেসব কাজ করে ফেলি । কিন্তু কোন এক সময় পর সেটা নিয়ে আমরা ঠিকই অনুশোচনা করতে থাকি ।

তাহলে আসুন জেনে নেই কি কি কাজ করা আমাদের উচিত না কখনই । • কখন কাউকে ছোট / অপমান করবেন না । হয়ত এমন এক সময় আসবে যখন আপনি নিজেই অপমানিত হবেন তার কাছেই । • নিজের ছেলে মেয়েদের সাথে সব সময় হাসি খুশি আচরণ করুন । তাদের বন্ধু হতে চেষ্টা করুন ।

আর তা না করলে তারা বিগড়ে যেতে পারে । • ছোট থাকতেই আপনার সন্তানকে মোবাইল হাতে ধরিয়ে দিবেন না । • কখনও বাচ্চাদের সামনে আপনার স্ত্রী / স্বামী এর সাথে ঝগড়া করবেন না । এতে তাদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে । • বাবা আর মা জীবিত অবস্থায় তাদেরকে দূরে ঠেলে দিবেন না ।

পারলে নিজের কাছে রাখুন । একসময় তার ফল পাবেন । • মা আর বাবার অমতে কখন কোন কাজ করবেন না । এটা করলে পরে দেখবেন কোন কাজ ঠিক মত হচ্ছে না । • তাদেরকে না জানিয়ে কখনই পালিয়ে বিয়ে করার চিন্তা করবেন না ।

এতে তারা অনেক কষ্ট পান । তাদের সাথে এই বিষয় নিয়ে আলাপ করুন । তাদের কাছ থেকে সময় নিন । • তাদের কে কখন হেয় করবেন না । • বিয়ের পর বাবা আর মায়ের সাথে না থাকাটাই ভাল ।

তবে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন । দূরে থাকলেও তখন অনেক বেশি শ্রদ্ধা হবে আপনার তাদের প্রতি । • নিজের বউ এর কথা শুনে বাবা আর মায়ের প্রতি খারাপ আচরণ করবেন না । মনে রাখবেন পৃথিবীতে একমাত্র বাবা আর মা ছাড়া আপন কেউ নাই । তারাই আপনার বিপদে বন্ধু হয়ে পাশে থাকবেন ।

• কখনও অন্যের কোনকিছুতেই নাক গলাতে যাবেন না । যেখানে আপনার দরকার নাই সেখানে জ়েয়ে অযথা নিজের পান্ডিত্ত জাহির করবেন না । • বিয়ের আগে কখনও শারীরিক মেলামেশা করতে যাবেন না কারো সাথে । একটু কষ্ট করুন । বিয়ের পর সব পাবেন এই ধারণা রাখুন ।

• ইভ টিজিং এর মত বাজে কাজ করতে যাবেন না । এতে আপনার সুনাম বাড়বে না বরং আপনি অপমানিত হবেন । • শুধু প্রেম ভালবাসার নাটক করে অন্যের সাথে শারীরিক মেলামেশা করবেন না । এতে যে কারও জীবন নষ্ট হয়ে যেতে পারে । অনেকে আছে শুধু মজা করার জন্যই এই কাজ করে থাকেন ।

• মিথ্যা কথা বলবেন না বিশেষ করে বাবা আর মায়ের সাথে । • আত্তহত্যার চিন্তা মাথা থেকে ঝেড়ে বিদায় করুন । সুস্থ ভাবে বসে ঠান্ডা মাথায় সবকিছু বুঝার চেষ্টা করুন । কারণ আত্তহত্যা কোন সমাধান নয় । • কোন মানুষের কখনও ক্ষতি করতে যাবেন না ।

পরে নিজেই পস্তাবেন । • বিয়ে করা নিয়ে প্রেমিকারা খুব বেশি চাপ এ রাখেন প্রেমিকদের । তাদেরকেই বলছি । দয়া করে চাপ দিবেন না তাদের । এতে হিতে বিপরীত হয়ার চান্স থাকে ।

• ছেলেদের কখনই পড়াশুনা শেষ করেই / না করেই বিয়ে করা উচিত না । প্রথম প্রথম ভাল লাগলেও সময় যত গড়াতে থাকতে ততই পারিবারিক অশান্তি বাড়বে । • কখনও নিজের মনের একান্ত কোন কথা যা আপনি নিজের কাছেই রেখে দিয়েছেন স্বজত্নে এমন কোন কথা কাউকে বলতে যাবেন না । এমন কি নিজের স্ত্রী / স্বামী / বন্ধুকেও না । কারণ তারাই একসময় আপনাকে সেই বিষয় নিয়ে পরে খোটা দিবে ।

• নিজের জীবনের এমন কোন কথা যা শুনলে আপনার স্ত্রী / স্বামী অন্যভাবে নিতে পারে এমন কোন কথা তাকে বলবেন না । • আপনার প্রেমিকার পরিবার ব্যবসা / বেসরকারী চাকরি করে এমন ছেলেকে তারা মেনে নিবেন না এইসব কথায় কান দিবেন না । কারণ আপনি প্রতিষ্ঠিত হলে তারাই আপনাকে সমাদর করতে থাকবে । তাই নিজেরটা নিয়ে নিজেই চিন্তা করুন । • আপনার প্রেমিকা / প্রেমিক যদি চলে যায় তাকে নিয়ে ভেবে ভেবে সময় নষ্ট করবেন না ।

নিজেকে কষ্ট দিবেন না । যে চলে গিয়েছে যাক । ভুলটা যদি আপনি করে থাকেন তাহলে তার কাছে যেয়ে ক্ষমা চান । সে যদি তাতেও মেনে না নেয় তাহলে চলে আসুন তার কাছ থেকে । কারো জন্য জীবন কখনও থেমে থাকে না ।

বাস্তবতা কে মেনে নিতেই হবে । • নিজের উপর বিশ্বাস হারাবেন না । • অন্যের গীবত গাওয়া থেকে দূরে থাকুন । এটা ভাল না । • নেশা করতে যাবেন না কখন ও ।

এটা আপনার মৃত্যুকে ডেকে আনবে তারাতারি । আজকে আর না । বিদায়


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.