আমাদের কথা খুঁজে নিন

   

মুবাইল নেটওয়ার্ক আনলক করার কাজ, এডু দেহেন না ভাই কি করার পারেন নাহি?

কিছু দিন আগে আমার জন্মদিনে একটা হেভি মুবাইল পাইছি। ভাই পাডাইছে হেই uk থেইক্কা। পাইয়া আমার খুশি কারে কয়.........। । Mobile: Acer Smartphone Model: E-320 Liquid Express (Black). OS: Android (2.3). Loল তয় আমার ভাগ্য কি আল্লাই জানে…।

। মুবাইল পায়া এত মশগুল ছিলাম যে অন করার পরে কান্ট্রি কোড চাইতে ভুলে তিনবার সিমের পিন দিছি তো মাগার আমার মুবাইল পুরাই লক হয়ে গেছে…। আর কুনো অপশন পাইতাছি না যে হেরে আমি রিছেট করমু…। বসুন্ধরা, স্টানপ্লাজার মত নামকরা জায়গায় গেছি হেরা আমার মুবাইল নিলামে তুলছে…। কি কয় হুনবেন? তয় হুনেনঃ ১. ভাই সময় লাগব আর ২০০০/ লাগবো।

২. ৩ দিন লাগব আর ৩৫০০/……… ৩. ২ দিন আর ২৫০০/ টেহা দিতে হইব। ৪. আমি এর আগেও এইরকম মানে এই মুবাইলইইই ঠিক করছি। আমার কাছে রাইখা যান ১ দিন পরে ৪৫০০ টেকা দিয়া লয়া যায়েন (মুবাইল কিনতে কয় নাকি ভাইজান ওনার কাছ থেইক্কা? আপ্নারাই কন?) ফ্লাশ, রুট, জেলব্রেক সম্পর্কে ভাই আগে কিছু জানতাম না ঠেকায় পইরা শিকলাম। । কি করমু কন? এহন ভাই আমি মইরা যামু এই মুবাইল চালাইতে না পারলে।

পুরাই উরাধুরা মুবাইল। Android মুবাইলত ভাই তাই এত প্রেম। এহন আপনারা কন আমি কি বাচমু নাকি মইরা যামু? বাচতে কইলে আপনারা বাচান। আর যদি কন মইরা যাইতে তয় আর কি করমু লাফ দেওন ছারা!!!! ভালো একজন software ইঞ্জিনিয়ার এর ঠিকানা দেন ত দেহি। গুরু কিছু করার পারে নাহি? নয়ত ভালো কারো ঠিকানা…।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.