আমাদের কথা খুঁজে নিন

   

আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও......চৈত্রের ছবি ব্লগ

ফ্রি.....ড.....ম!!!!! ব্লগিং শুরু করেছিলাম মাঘ মাসের শুরু থেকে, প্রথম প্রথম হ্ওয়ায় বুঝে সারতে পারিনি যে মাঘ মাসের ছবি ব্লগটা মিস হয়ে গেল এরপর যেদিন একমাস হলো সেদিন ছিলো পয়লা ফাগুন তাই ১ মাস পুর্তি ও ফাগুনের ছবি ব্লগ দিয়ে দিলাম, সত্যি কথা বলতে কি নতুন নতুন বেশ মজাই লাগছিলো। হঠাৎ করেই মনে হলো আরে চৈত্র মাসতো চলছে তবে চৈত্র মাসটা কেন ব্লগার বন্ধুদের কাছে উপস্থাপন করছিনা?! এখানে বলা প্রয়োজন যে আমি ক্যামেরা সবসময় জোকের মতো করে সাথে নিয়ে ঘুরি, নেশা বলা যায়। স্বপ্ন আছে একদিন খুব ভালো ফটোগ্রাফার হিসাবে নাম করতে পারবো গতকয়েকদিনের তোলা কিছু ফটো দিয়েই সাজিয়েছি চৈত্র মাসকে। এখানে শহর আর গ্রামের মিশেল করেছি দুই জগতকে এক সাথে দেখতে চাই বলেই। চলুন চৈত্রের দাবদাহে একটু চোখের আরাম দিই সজনেঃ পলাশঃ নিমঃ অর্কিডঃ আমের মুকুলঃ ক্যামেলিয়াঃ পলাশঃ ডালিম ফুলঃ কামরাঙ্গাঃ শহুরে পলাশঃ আমার ছোট্ট সোনার গাঁঃ বেলা শেষঃ একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁঃ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.