ইট-কাঠের শহর এই ঢাকায় একটুখানি সবুজের আভাস দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ তাই রাজধানীবাসীর কাছে পরম কাক্সিক্ষত। কিন্তু অযত্ন আর অবহেলায় রাজধানীর বুকে যেটুকু সবুজ এখনও অবশিষ্ট আছে, তার পরিবেশ আমরা নষ্ট করে ফেলছি। রাজধানীর মনোরম চন্দ্রিমা উদ্যানের পরিবেশ অব্যবস্থা ও অনিয়মের কারণে বেহাল। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য এখানে খুব সহজেই পাওয়া যায়।
উদ্যানে তরুণ-তরুণীরা বেড়াতে গিয়ে এমন বেলেল্লাপনা দেখায় যা উল্লেখ্য নয়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া লোকজন বিব্রতকর অবস্থায় পড়েন। এই উদ্যানের প্রায় স্থান হকারদের দখলে। এরা মানুষদের এককথায় উত্ত্যক্ত করে ছাড়ে! দিন পেরিয়ে সন্ধ্যা হতেই ভাসমান পতিতাদের আনাগোনা বেড়ে যায়। বাড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য।
রাত ৯টার পর এখানে প্রবেশ নিষিদ্ধ হলেও কেউ তা মানে না। তবে শুধু চন্দ্রিমা উদ্যানেরই এই অবস্থা নয়, উদ্যান বা পার্কের ওই একই চিত্র। সুস্থ পরিবেশ না থাকলে পরিবার-পরিজন নিয়ে কিভাবে যাওয়া যায়? তাই চন্দ্রিমা উদ্যানসহ ঢাকার উদ্যানগুলো থেকে সব অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা হোক।
এটা কোন মন্ত্রণালয়ের কাজ তা আমার জানা নাই? তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন ঢাকাকে তার আসল রূপ থেকে বিচ্যুতি করবেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।