আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রিমা গুহা

শেষ বলে কিছু নেই ওখানে পোতা ছিল সমুদ্রবীজ; তারপর যখন বৃক্ষের জন্ম হল, শাখাপল্লবে বাসা বাঁধল রঙিন মাছ। কখনও কানকোর ঝিলিক, কখনও পুচ্ছের বিদ্যুল্লতা আর রাজ্যের অসূয়া-প্রবাল জমে জমে এখন পাহাড়। আমি যতবার কাঁধে তুলে নিচ্ছি বিক্ষত পাথর, ততবার পকেট থেকে পড়ে যাচ্ছে তৃষ্ণা-ঝিনুক; এসব মূলত মুক্তবাজারে মুক্তার অবাধ বাণিজ্যনীতি। এই যে পেয়েছি কাঠপেন্সিল, চন্দ্রিমা গুহায় আঁকব সমুদ্র গর্জন। বেচে দাও লবণের স্বাদ, যত পারো তুলে নাও ধাতুময় সফেদ ফেনা। বালিয়াড়ির ভাঁজে ঐ যে চকচক করছে চিলের রুপালি কঙ্কাল।...কাল রাতেও আমি খুন হয়েছিলাম মুক্তার বিষে, আজও নিশ্চিত খুলে দেব সমুদ্রমুখী জানালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.