আমাদের কথা খুঁজে নিন

   

রুপালি চন্দ্রিমা ঝিলিক

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।
এক অপূর্ব মায়াবী লগনে- সম্বোধিত হয়েছিলে "আপনি" তারপর কত সময় পেরিয়ে- হয়ে গেলে সম্বোধনে তুমি। তুমি থেকে আহা! কী মধুরতম তুই, তুই আর তুই। এভাবে আপনি,তুমি,তুইয়ের বন্ধনে মুক্ত হয়ে অকস্মাত এক প্রিয় রুপালি জোছনা রাতে-- প্রিয়তম আর প্রিয়তমা, তারপর, তারপর, তারপর, জানুরে, জানু পাখিরে, হৃদয়রে, আহা! কী ব্যাকুল করা সে আহবান, হৃদয় মথিত করা সে তৃষিত ডাক.....। আর এখন গম্ভীর নিপট সময়ে দাঁড়িয়ে- নেই কোনো আহবান, নেই কোন ব্যাকুল করা ডাক-- মৃত হয়ে গেছে বুঝি আজ - হৃদয়ের সব উদ্ভাসিত পাখি শুধু সময়ের স্রোতে রয়ে গেছে সেই সজল চোখের সেই বিরহকাতর রাখি। জুলাই ৮,২০০৮ ম্যানহাটান, নিউ ইয়র্ক
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.