হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র একজন সত্যিকারের লড়াকু বাঙালির প্রতিচ্ছবি মুশফিকুর রহিম। সাইজে আমরা ছোট হইতে পারি, ছোট হইতে পারি মানচিত্রে, কিন্তু মুডে থাকলে এই দুইন্যার যারে তারে হাসতে হাসতে যখন তখন ধুমছে পিটাইতে পারি আমরা। ইন্ডিয়ার বিরুদ্ধে এই জয়টা বড় দরকার ছিল। ইন্ডিয়ার বিরুদ্ধে এই মুহুর্তে যে কোন জয়ই শরীরে আরাম দেয়, এনিম্যাল ইনস্টিংক্টএ শান্তি দেয়। আর শ্রীলঙ্কান আম্পায়ারগো বাংলাদেশের সব খেলা থেইকা ব্যান করন দরকার। শালারা ইন্ডিয়ার টাকা খায়, নাইলে ইন্ডিয়ারে ডরায়। এবং সেইসাথে এই লড়াকু দর্শকদের ধন্যবাদ। আজকা রাইতে ঘুম ভালো হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।