এরমধ্যে রয়েছেন মাগুরা পৌরসভায় পাঁচজন এবং শ্রীপুরে ১০ জন।
আহতদের মধ্যে আব্দুল আজিজ (১৫), মো. আরিফ (৭), মো. হানিফ (৫৫) ও উষা (৪৫) নামে চার জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীপুরের কলেজ শিক্ষক মুসাফির নজরুল বলেন, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে উপজেলার চৌগাছী, চর চৌগাছী, চরমহেশপুর দারিয়াপুর ও টিকারবিলা গ্রামে কয়েকটি ‘পাগলা কুকুর’ পথচারী, স্কুলছাত্র ও মহিলাসহ ১০ জনকে কমড়েছে।
আহতরা হলেন সীমান্ত (৮), গীতা (১০), বেবি (২), তাসলিমা (১৮), ঘুরোন মুন্সি (৬০), গোলাম রসুল (৪৫), হানিফ বিশ্বাস (৫৫), নাঈম (১৮), উষা (৪৫) ও সজীব (১২)।
পৌর এলাকায় আহতদের দুজন হল স্কুলছাত্র নাঈম (১০) ও আরিফ (৮)। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অমর প্রসাদ বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত চার জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে জলাতাঙ্ক রোগের পর্যাপ্ত ইনজেকশান রয়েছে বলে তিনি জানান।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট এলাকায় কুকুর নিধনের জন্য পুলিশসহ প্রয়োজনীয় লোজন পাঠানো হয়েছে।
মাগুরা পৌরসভার মেয়র মীর শহীদুল ইসলাম বলেন, “খবরটি এইমাত্র শুনলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।