আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় অন্য রকম ভোট

আমি বেশ চুপচাপ!! ৯৪ সালে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মাগুরা পরিচিত হয়েছিল ভোট কারচুপির মডেল হিসেবে। সে জেলাতেই শনিবার অন্য রকম এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্পূর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যলটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনের স্কুলের ৫৩২ জন ছাত্র-ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২৮ জন প্রার্থীর মধ্য থেকে যাদের ভোটে ৭ জন স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচিত হবে।

এর মধ্যে সর্বাধিক ভোট প্রাপ্ত প্রার্থীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, আপ্যায়ন, উন্নয়ন ও খাদ্য মন্ত্রনালয়ের ৬ সদস্য’র মন্ত্রীসভা গঠন করবেন। যাদের নেতৃত্বে আগামী দিনে স্কুলের ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা দাবি-দাওয়াসহ যাবতীয় কর্মকান্ড পরিচালিত হবে। শনিবার সকালে ওই স্কুলের ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা স্কুল মাঠ। ভোট প্রদানের জন্য ছাত্র-ছাত্রীরা দীর্ঘ লাইনে দড়িয়ে অপেক্ষা করছে।

ভোট কেন্দ্রের ভিতরে নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারদের কড়া তদারকিতে প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারগন ভোট গ্রহন করছে। এক নম্বর বুথের প্রিজাইডিং অফিসার ৪র্থ শ্রেনীর ছাত্র এস. এম আশিকুজ্জামান জানান- নির্বাচন কমিশনের সকল নিয়ম কানুন মেনে সে নিরপেক্ষভাবে ভোট গ্রহন করছে। নির্বাচনের পূর্বে তাকে কমিশন থেকে নিয়োগ পত্র প্রদান ও প্রশিক্ষন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনার ৫ম শ্রেণীর ছাত্রী মুসফিকা ইসফাত জানায়, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষ্যে গত ৩০ মে তফসিল ঘোষনা করা হয়। ৩১ মে মনোনয়ন পত্র জমা, ০৩ জুন বাছাই, ০৭ জুন প্রত্যাহার শেষে আজ ১১ই জুন ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়।

নির্বাচনের পূর্বে সকল প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম কানুন মেনে প্রচার প্রচারনা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। যেটা দেশে অনুষ্ঠিত নির্বাচনে বড়দের জন্য একটি শিক্ষনীয় ও অনুকরনীয় মডেল হতে পারে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ৪র্থ শ্রেনীর ছাত্র মো: হাসান, প্লাবন মজুমদার, বাপ্পী, ৩য় শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেন জানায়- তারা নির্বাচিত হয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশের মান উন্নত করাসহ সকলের মতামতের ভিত্তিতে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সকল কর্মকান্ড পরিচালনা করা হবে। স্কুলের প্রধান শিক্ষক গোলাম কুদ্দুস জানান- ছোট বেলা থেকেই বাচ্চাদের অন্যের মতামতকে গুরুত্ব দিয়ে গনতান্ত্রিক চর্চায় অভ্যস্ত করার জন্য এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হয়েছে। অন্য রকম এ নির্বাচনে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পর্যবেক্ষক ও ভোটার সকলেই ওই স্কুলের ছাত্র-ছাত্রী।

সূত্র - Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.