আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় পেট্রোলসহ ছাত্রলীগের ৩ জন আটক

এরা হলেন-জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদুর মোল্লা এবং সংগঠনের কর্মী রানা ও লিমন।
বুধবার রাতে টার্মিনালে একে ট্রাভেলসের কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয় বলে মাগুরা সদর থানার ওসি এমএ হাসেম জানান।
একে ট্রাভেলসের এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে হামলায় এক মাদ্রাসা ছাত্রের নিহত হওয়ার ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে ছাত্রলীগ কর্মীরা সেখানে পেট্রোল নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
ওসি হাসেম বলেন, বুধবার দুপুরে একে ট্রাভেলসের কর্মচারী আজিজারের সঙ্গে কথাকাটা কাটাকাটির জের ধরে  মিকাইল নামে এক মাদ্রাসা ছাত্র ওই কাউন্টারের সামনে হামলার শিকার হয়ে নিহত হন। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে  আজিজারের বাড়িতে আগুন দেয়।
“এরপর রাত সাড়ে ১০ টার দিকে একটি গ্রুপ একে ট্রাভেলসের কাউন্টারে আগুন দেয়ার জন্য টার্মিনাল এলাকায়  জড়ো হয়। টহল পুলিশ তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও সাজ্জাদসহ ওই তিন জন ধরা পড়ে।”
এ সময় তাদের কাছ থেকে দেড় লিটার পেট্রোল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, “আজিজারের পক্ষ নিয়ে খুনের ঘটনা আড়াল করতে ওই বাস কাউন্টারে আগুন দিতে এসেছিল বলে আটকরা তিনজনই পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার  করেছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.