জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাগুরার মহম্মদপুর উপজেলার অমেদপুর গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২জনকে মাগুরা সদর হাসপাতালে ও বাকিদের মহম্মদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি আমিনুর জানান- সকাল ৮টার দিকে জমির ধনিয়া প্রতিপক্ষের জামির ফকিরের লোকজন জোর পূর্বক তুলতে যেতে যায়। এ সময় হাফিজার ও তার লোকজন তাতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান- এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।