এদের মধ্যে গুরুতর আহত নয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে আহত বেশ কয়েকজন হাসপাতালে আসেন।
তাদের মধ্যে গুরুতর আহত নয়জন ভর্তি রয়েছেন।
এরা হলেন সদরের সাজিয়াড়া গ্রামের জিল্লুর রহমান (২২), কুশাবাড়িয়ার জামাল উদ্দিন (৪০), বিউটি বেগম (৪০), ইছাখাদার আছিয়া খাতুন (৪৫), বড়শলইয়ের চম্পা বেগম (৩০), রাশিদা খাতুন (২০), মাঝগ্রামের হাসিনা বেগম (৩২), শলিখা উপজেলার সান্দড়া গ্রামের বেদনা বেগম (৩৫) ও নাঘোষা গ্রামের শারমিন আক্তার (২৬)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।