২২ িডেসম্বর, সন্ধ্যা ৭.৩০
আিম িরেজিন্সর সামেন বাস েথেক নামলাম। ণামামাত্রই শািকেলর েফানঃ িক ের তুই কই? আিম মাত্র বাস েথেক নামলাম। তাড়াতািড় বাসায় আয়, রােত মাগুরা েযেত হবে। কি বলিস কি হইছে? আমি টেনশিত। না কোন খারাপ খবর না, ভাল খবর, আয় বাসায় বলতিছি।
কোন রকমে বাসায় পৌছাই। মাগুরায় জেমসের কনসার্ট, যেতেই হবে। কিন্ত টাকা পয়সা তো নাই, মাসের শেষ...ব্যাপার না বন্ধু সব ম্যানেজ হয়ে যাবে। কিছুক্ষন দোলাচলে ভুগি....কিন্ত যেতে যখন হবে তখন তো যেতেই হবে.....রাতে ভাত খাবার পর রওনা...বেচারা কাসেমের খুব ইচ্ছা কিন্ত যেতে পারেনা, তার কি নাকি জরুরী কাজে। শেষ পর্যন্ত আমি, শাকিল আর কাকা বাসা থেকে বের হলাম।
যাওয় তো হবে কিন্তু কিভাবে? রাত প্রায় ১২.০০, রাস্তায় বলাকা ছাড়া কোন বাস থাকবে না তাই একটা ধরে মহাখালী সাধে কী আর বলাকা আমাদের এত প্রিয়!! মহাখালী তো আসলাম, কিন্তু এবার? দাড়িয়ে আছি লেগুনার অপেক্ষায়, গাবতলী যেতে হবে। শেষ পর্যন্ত একটা পাওয়া গেল িকন্ত তা আবার একটা নষ্ট গাড়ী টেনে নিয়ে যাবে। অগত্যা তাতে সওয়ার হলাম। গাড়ী ছাড়ল, কিছুদুর যেতে না যেতেই দেখি পেছনের গাড়ী যে তার দিয়ে বাধা ছিল তা ছিরে গেছে। কী আর করার, এবার নষ্ট গাড়ী সামনে দিয়ে লেগুনা পিছনে, আর বেচারা হেলপার, ণষ্ট গাড়ীর পেছনে বসে সামনের লেগুনার বাম্পারে পা রেখে ঠেলে চলা।
সে কী ভয়াবহ ব্যালান্স রাখার কৌশল। রাত একটার সময় এমন একটা দৃশ্য। এভাবে আশঙ্কার মধ্যে চলতে চলতে টেকনিক্যাল মোড়ে পৌছলাম, সেখান থেকে হেটে গাবতলী। বাস ১.৩০ মি এ.
চলবে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।