অবশেষে বাস ছাড়ল। কিছুক্ষনের মধ্যেই নিদ্রাদেবীর কোলে আত্মসমর্পন। প্রথমবার ঘুম ভাংল আরিচা ঘাটে। বাস ফেরীর জন্য লাইন দিয়েছে। নেমে চা-সিগারেট এর পর্ব শেষে একটু হাটছি, দেখি বাস সামনে যাচ্ছে মানে ফেরীতে উঠছে।
আমরা জানিও না যে কোন ফেরীতে আমাদের বাস উঠেছে বা আদৌ উঠেছে কিনা। দুটো ফেরেতেই দেখা হল, রাত ৩.৩০ র সময় সে কি দৌড়া-দৌড়ী, অযথাই টেনশন। অবশেষে বাস খুজে পেলাম, লাইনেই ছিল, পরবর্তী ফেরীতে উটবে। বাসে উঠার পর কখন যেন ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাংল হেলপার এর ডাকে,"মামা আপনারা কৈ নামবেন? বাসষ্ট্যান্ড না ভাইনার মোড়? আমরা ভাইনার মোড়ে নামলাম তখন বাজে প্রায় ৬.০০। কিছু দোকান খুলেছে, রাস্তায় কোন রোক নেই।
কাকা সিগারেট খাওয়ার অনমতি পাওয়ার পরে কি ঘটছিল তার বিস্তারীত বর্ননা পরে কোথাও দেব। আমদেরে প্রথম গন্তব্য লম্বুর বাসা। তার বাসার সমনে গিয়ে তাকে সমানে ফোন দেওয় হচ্ছে, কিন্তু কুম্ভকর্ণের ঘুম কি আর এত সহজে ভাঙে? ওদের বাসায় ঢোকাও যাচ্ছেনা, রাস্তায় দুজন বায়ুসেবী ভদ্রলোক দাড়িয়ে আছেন। তারা তাদের বাসায় ফিরে গেলে লম্বুর বাসায় প্রবেশ অতপরঃ তার নাম ধরে চিৎকার। ৗর মা আদমাদের দেখে দরজা খুললেন আর লম্বুর ঘুমও ভাংল।
সরাসরি বিছানার লেপ-কম্বল-বালিশের আরামদায়ক উষ্ঞতায়। আবারও ঘুম।
চলবে.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।