দুষ্ট লোকের কথা নাম্বার ১ : পূজার সময় এত্ত খরচ করে দেব দেবীর মূর্তিগুলো বানানো হয়! এসব তৈরি করতে, নকশা করতে, পোশাক, গয়নায়, মঞ্চে কেমন খরচ পড়ে ভেবে দেখেছেন? এত বিলাশিতা না করে, তার চেয়ে ঐ টাকাগুলো গরিব মানুষগুলোকে দিলে কত ভালো হত!
দুষ্ট লোকের কথা নাম্বার ২: কুরবানীর ঈদে লোক দেখানো প্রতিযোগিতা না করে ঐ টাকা গরিব মানুষদেরকে দিয়ে দিলে কত ভাল হত!
দুষ্ট লোকের কথা নাম্বার ৩: ক্রিসমাসের সময় সান্তা ক্লজের উপহার আর ক্রিসমাস ট্রি সাজাতে কেমন অপচয় হয় কোনদিন ভেবে দেখেছেন? অথচ কত লোক না খেয়ে থাকে!
দুষ্ট লোকের কথা নাম্বার ৪: ফানুস! এত পয়সা খরচ করে এভাবে ফানুস উড়ানোর কী মানে হয়? তার চেয়ে ঐ টাকা গরিব মানুষগুলো পেলে তাদের উপকার হত।
দুষ্ট লোকের কথা নাম্বার ৫: কী কী সব দিবস ইদানিং বের হয়েছে না? ঐ যে ভ্যালেনটাইনস ডে, ফ্রেন্ডস ডে…আরো কী কী সব। এসব দিবসের কোন মানে আছে? এই যে উপহারের পেছনে এত পয়সা একেকজন খরচ করছে, এদেরকে বলুন দেখি গরিব মানুষের জন্য তার মধ্য থেকে কিছু দান করতে! দেখবেন, দেবে না।
দুষ্ট লোকের কথা নাম্বার ৬: মোবাইল, ইন্টারনেটের পেছনে এত অপচয় না করে……ব্লা ব্লা ব্লা
দুষ্ট লোকের কথা নাম্বার ৭: আচ্ছা, সারা বছর গরিব মানুষের জন্য দরদী এই দুষ্ট লোকগুলো থাকে কোথায়? এরা থাকতে দেশের মানুষ আবার এত গরিব হয় কীভাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।