আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্ট দুষ্ট ছবি ব্লগ কাপ্তাই টু রাঙ্গামাটি: এ জার্নি বাই ট্রলার

সহজ সরল সবকিছুই ভালবাসি। জটিলতা পছন্দ করি না।
২৫ তারিখ ঢাকা থেকে এসেই বন্ধু ও সহব্লগার আহমেদ রাকিব কইল, চল কোথাও থিকা ট্যুর দিয়া আসি। কইলাম, রাঙ্গামাটি চল। কাপ্তাই থেকে বোটে করে সোজা রাঙ্গামাটি যাব।

দিনে দিনে ফিরে আসা যাবে। যেই ভাবা সেই কাজ। অবশ্য হঠাৎই সিদ্ধান্ত নেয়ায় বন্ধুরা কেউ কেউ যেতে পারেনি। বন্ধু ও সহ ব্লগার তায়েফ আহমেদ বিয়ের কারনে আটকে গেল ( নিজের বিয়া না কিন্তু ) । আমার এক কাজিন যে সম্প্রতিমানজুর মজুমদার নিকে ব্লগে তার যাত্রা শুরু করেছে সেও আমাদের সাথে যোগ দিল।

২৬ তারিখ ভোরে ভোরে রওনা হয়ে গেলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। সেখান থেকে ইন্জিন চালিত নৌকা পুরো দিনের জন্য ভাড়া করে যাত্রা শুরু করলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। যাত্রা হলো শুরু বদ্দা একলা একলা কী সুখেই না আছ ঐ এত ফালাইসনা, পানিত পড়বি জ্যাডা মাইয়াগো ফডুক আর কত তুলবা, আমাগো দুই চাইরটা তোল দুইটা মিনিট খাড়া এতক্ষনে তোর টাইম হৈছে। সব আন্ধার শোন ভালাহৈতেপয়সালাগেনা সবমিলায়া দারুন একটা দিন গেল। আরও অনেক ছবি দওনের ইচ্ছা আছিল।

রাকু কইছে ওগুলা দিলে আমার ঠ্যাং ভাঙব। রাকুর পোষ্টের অপেক্ষায় থাকলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.