অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....
এই দুষ্ট করছো কি?
মনে মনে ভাবছো কি?
হঠাৎ করে হাঁসলে কেন?
হাঁসিটার মানে বলো?
দুষ্ট তোমার বাঁকা চোখে
তাঁকিয়ে তুমি কোন সুদূরে?
এমন করে তাকালে কেন?
ঐ তাঁকানোর মানে বলো?
এমন পদ্ম পায়ে কেনো?
হেটে গেলে কাপন তুলে,
চনঞল চপলো ছন্দে
নাচালে কেনো মন আনন্দে?
এলো চুলে শাড়ি পড়ে
দাড়িয়ে তুমি পরীর বেশে,
দেখছি তাই অবাক চোখে
তাকিয়ে দুষ্ট তোমার পানে।
তোমার পায়ে নুপুর বাজে
মিষ্টি তালে দুষ্ট করে,
এমন করে বাজালে নুপুর
কেটে গেলো সকাল দূপুর।
হাতে তোমার বকুল মালা
সুবাসিত করলে সারা বেলা,
আমার প্রাণে এমন করে
এ শিহরণ কেনো জাগালে?
কপালে তোমার চন্দন টিপ
যেনো হেঁসে থাকা পূর্ণ চাঁদ,
জ্বলছে যেনো মোর আকাশে
সকল আধার দূরে ঠেলে।
তোমার দেহের মিষ্টি সুবাস
করলে কেনো এতোটা উদাস?
আমার প্রাণে লাগলো দোলা
আহা আমি যে পাগল পারা।
তোমার মনের গহীন কোনে
আসবো হঠাৎ সংগোপনে,
চোরা পথে চুপি চুপি
চুরি করবো মনের চাবি।
থাকবো তোমার মনের ঘরে
বন্দী হবো আপন সুখে,
রাখবে কি আমায় যত্ন করে
তোমার মনের গহীন দেশে।
বলোতো সত্যি ভাবছো কি?
মনের মাঝে আঁকছো কি?
তোমার মনের গহীন দেশে
যেতে দিবে কি অবশেষে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।