জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। ধ্যাত, মনটাই খারাপ হয়ে গেল সামুতে ঢুকে। প্রথম ৩ টা পেজ ঘুরে যা দেখলাম তাঁর সারমর্ম হচ্ছে,
ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মারামারি,
লঞ্চ ডুবিতে অনেকে হতাহত,
আগুনে পুরে গেছে অনেক কিছু, ইত্যাদি… ইত্যাদি…।
কোন পজিটিভ খবর নাই, বিখ্যাত সব ব্লগার বসরা কি ঘুমাইয়া গেছে নাকি? আইডিয়া কই? নতুন আইডিয়া?
চলুন আমরা এখন পানিকে গুঁড়া করা শিখব, কাজটা অবশ্য একটু কঠিন; তাও চেষ্টা করতে দোষ কি!
১ম ধাপঃ প্রথমে গ্লাসে করে কিছু বিশুদ্ধ পানি নিয়ে আপনার বাসার ফ্রিজের কাছে যান।
২য় ধাপঃ ফ্রিজের ডিপ অংশটি খুলুন।
৩য় ধাপঃ একটানে বরফ জমানোর ট্রেটি বের করে নিন।
৪র্থ ধাপঃ ট্রেতে গ্লাসের পানি ঢেলে দিন এবং আবার যথাস্থানে ট্রেটি রেখে দিয়ে ফ্রিজের ডালাটি বন্ধ করে দিন।
৫ম ধাপঃ ৩-৪ ঘণ্টা পর ট্রে থেকে জমানো বরফ বের করে নিন এবং হাতুড়ি দিয়ে পিটান।
--- --- টিং, দেখুন ম্যাজিক।
আশা করছি সফল ভাবে পানির গুঁড়া বানাতে পেরেছেন, ব্যর্থ হলে পুনরায় ট্রাই নিন; আশা করছি সফল হবেন।
সতর্কীকরণঃ পোস্ট টি সবধরনের লোকদের জন্য নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।