ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো যদি দুঃখ আসে হৃদয় খুঁড়ে পাতাল হতে, নীরব রাতে, ভয় পেয়োনা পাশেই আছি। যদি অভিমানে হাত দু'খানি আটকে থাকে গালের সাথে, বিষাক্ত হয় গোলাপ বকুল, স্বপ্ন ভাঙ্গার শব্দ শুনে ভয় পেয়োনা পাশেই আছি। যদি জীবন কাটে সুখের খোঁজে, অবহেলায়,অনাদরে, চোখের কোনে খরা নামে চৈত্র মাসের, জনসাগর স্রোতের ভিড়েও একলা লাগে বিজন ঘরে,নিথর রাতে,ভর দুপুরে, ভয় পেয়োনা,এই ভেবনা একলা তুমি, দুঃখ নিয়ে আমিও বাঁচি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।