কত সুন্দর এই পৃথিবী দেখিতে গিয়াছি পরবতমালা দেখিতে গিয়াছি সিন্ধু মিছিমিছি ঘোরাঘুরি করিয়াছি ফল নাই এক বিন্দু। এ-পাড়া ও পাড়া, শহরে ও গ্রামে মিছেই মরেছি খুঁজিয়া কে আমার হবে জিবনসঙ্গী উঠিতে পারিনি বুঝিয়া। বহু দূরদেশ খোঁজাখুজি শেষ, পেছনে এসেছি ফেলিয়া শেষে বুঝিয়াছি হয় নাই দেখা ভালো করে চোখ মেলিয়া। নিজ থেকে নয়, দেখেছি আসলে রবীন্দ্রনাথ বলাতে দূরদেশে নয়, প্রেমিকার বাস আমাদেরই নিচতলাতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।