আমাদের কথা খুঁজে নিন

   

'ওদেরকে ভাতে মারবো, পানিতে মারবো'

বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে পাকিস্তানি হানাদার বাহিনীকে ভাতে মারা ও পানিতে মারার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ ঘোষণা দেয়ার পরও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন। দেশ স্বাধীনের পর পাকিস্তানি হানাদারদের তিনি কিছুই করেননি তিনি। পাকি যুদ্ধাপরাধীদের জামাই আদরে ছেড়ে দিয়েছেন। এমনকি কুখ্যাত ভুট্রোকে তিনি ঢাকায় লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন।

মূল যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়ার পর তিনি পাকিদের সহযোগী হিসেবে পরিচিতদেরও সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এর মাধ্যমে আওয়ামী লীগের পাকপ্রীতির দিকটি ফুটে ওঠে। এখন মুজিবকন্যা শেখ হাসিনা তার পিতার আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে পাকিদের যুদ্ধাপরাধের বিচারের আওতামুক্ত রেখেছেন। মুজিব চেয়েছিলেন পাকিস্তানিদের ভাতে ও পানিতে মারতে। কিন্তু হাসিনা ভাতে, পানিতে মারার ঘোষণা দিয়েছেন এদেশের জনগণকে।

১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ঠেকাতে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে হাসিনা সরকার। সারাদেশে গণগ্রেফতার, তল্লাশি, গাড়ি রিকুইজিশনসহ ব্যাপক তত্পরতা শুরু করছে পুলিশ ও গোয়েন্দারা। এরই মধ্যে ঢাকায় পুলিশ ও গোয়েন্দাদের পক্ষ থেকে বেশ কিছু উদ্ভট নির্দেশনা জারি করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে, ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকার আবাসিক হোটেলগুলোতে বাংলাদেশী নাগরিকদের কাছে কক্ষ ভাড়া না দেয়া; আগামী রোব ও সোমবার পল্টন, ফকিরাপুল, বিজয়নগর, আরামবাগ, কাকরাইলসহ আশপাশের এলাকায় খাবার হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রাখা; নয়াপল্টন ও আশপাশের এলাকার দোকানগুলোতে পর্যাপ্ত বোতলজাত খাবার পানি মজুত না করা; নয়াপল্টন ও আশপাশের এলাকার কমিউনিটি সেন্টারগুলো ১১ ও ১২ মার্চ ভাড়া না দেয়া ইত্যাদি। সংশ্লিষ্টরা জানান, সারাদেশেই শ্বাসরোধী পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে।

আরিচা-নগরবাড়ির সঙ্গে ঢাকার ফেরি যোগাযোগ বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। বাস-মিনিবাস পারাপার একেবারেই বন্ধ হচ্ছে। শুধু ট্রাক পরিবহন চলবে। সড়ক শ্রমিক ফেডারেশন নেতা ও নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মালিম সমিতি নেতা এনায়েতুল্লাহ বেঠক করেছেন এ লক্ষ্যে। তারা বাস মালিকদের জানিয়ে দিয়েছেন ১১ ও ১২ মার্চ কোনো বাস যেন রাস্তায় নামানো না হয়।

দূরপাল্লার সড়ক চলাচল বন্ধে সব রকম প্রস্তুতি চূড়ান্ত। Click This Link সরকারের এসব উদ্ভট ও গণবিরোধী পদক্ষেপ দেখে মনে হচ্ছে তাদের পায়ের তলায় মাটি নাই। হিরক রাজার মত পদক্ষেপ নিয়ে গদিতে রক্ষার শেষ চেষ্টা করছেন হাসিনা। কিন্তু এভাবে কি গদি রক্ষা করা যায়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.