দুঃখ জনক ভাবে গুটি কয়েক সাধারন সমর্থক ছাড়া হেফাজতের ইসলামের কেউ-ই অনলাইন-ই বুঝে না। সুতরাং তাদের জন্যে নানা রকম নেতিবাচকপ্রচার অথবা আপপ্রচার কোনো কামে আহার কোনো সুযোগ আছে বইল্যা মনে হয় না। আজাইরা সময় লষ্ট ......... এরাতো আর ব্লগারও ব্লগেরপাঠকও না ...... এরা জাগরন বুঝে না চেতোনা বুঝে না এরা ব্যাবসা বুঝে না এরা শুধু নবী বুঝে রাসুল বুঝে কেউ কেউ সরবোচ্চ হুজুর(শিক্ষক) কিংবা বড়হুজুর(ধ্রুপদী শিক্ষক) বোঝে। আপনি কি জানেন দেশে কাওমি মাদ্রাসার সংখ্যা কত? এটার জন্যে কোনো অনুমতি অনুমোদোন নাগে না। বাংলাদেশের প্রায় প্রতিটা পাড়া মহল্লায় একধিক কিংবা অনেক কাওমি মাদ্রাসা আছে। যার সংখ্যা দেশের মসজিদের সংখ্যার কাছাকাছি। জানেন কি কত লক্ষ সুবিধা বঞ্চিত এখান থেকে নুন্যতম শিক্ষাগ্রহন করে? জানেন কি এই বড় হুজুর (ধ্রুপদী শিক্ষক) কত হাজার(মতান্তরে লক্ষ) হুজুরের শিক্ষক? আজ হোক কাল হোক, এই ইস্যু হোক সেই ইস্যু হোক এর একটা বিস্ফোরোন অবশ্যম্ভাবী ছিলো ............... একটা বিশেষ ধারাকে অবজ্ঞা অবহেলা করে আচ্ছুত মনে করে কোমল ভাবে নিয়ন্ত্রণে না নিয়ে রুক্ষ ভাবে ছুড়ে ফেলে দিয়ে যে রাষ্ট্রীয় ভুল করা হয়েছে গত ৬৬(২৪+৪২) বছর যাবত তার মাশুল দেবার সময় এসে গেছে। আতংকিত বোধ করছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।