আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূনের জন্য সোমবার রাষ্ট্রীয় শোক হোক

soroishwarja@yahoo.com কথার জাদুকর হুমায়ূন আহমেদ মারা গেছেন। রাষ্ট্রীয় শোকের আনুষ্ঠানিকতা ছাড়াই তার শোকে এরই মধ্যে আমরা একটি দিন পার করেছি। যারা তাকে অত্যন্ত ভালবাসতাম তাদের বুকে হাহাকার এখনও বাজছে। বাজতে থাকবে আর কিছু দিন। হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অনেক প্রতিষ্ঠান ও সংগঠন।

শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। বাংলাদেশ থেকে ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমায়ূনকে নিয়ে লাখ লাখ লোক তাদের কথা লিখেছেন। (তারাও কিন্তু সোমবার দিনটি শোকের দিন হিসেবে পালন করতে পারেন নিজস্ব উদ্যোগে। সেটাও রাষ্ট্রীয় শোকের চেয়ে কম হবে না। ) বাংলাদেশে ঘোরতর কোনো বৈপ্লবিক পরিবর্তন বা ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগে ছাড়া এক সাথে এত মানুষ কথা বলে উঠবে কি না সন্দেহ আছে।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর শুরু হয়ে গেছে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। গতকালই প্রথম জানাজা হয়েছে নিউইয়র্কে। মরদেহ দেশে আসছে সোমবার। শেষশ্রদ্ধা নিবেদনে যে ভিড় হবে তা সরকার কীভাবে সামাল দেবে আমরা জানি না। তবে এটুকু জানি দেশের আর সব ঘটনা-দুর্ঘটনা ছাপিয়ে উঠবে তাকে নিয়ে মানুষের কৌতূহল।

গণমাধ্যম সেই কৌতূহলে জোগান দিতে গিয়ে ভুলে থাকবে রাজনীতিবিদদের। তারা গরম গরম কী কথা বললেন সেদিকে কেউ কানই দেবে না। অবশ্য তারাও দিন বুঝে গরম কথা কম বলবেন। তারাও জনতায় সাথে সুর, তাল ও ভাব মিলিয়ে হুমায়ূনের শবযাত্রার অনুগামী হবেন। লেখক হুমায়ূনের কথা বাদ দিয়ে যদি আমরা শুধু জনপ্রিয় হুমায়ূনকে গণতন্ত্রের পাল্লায় তুলি তাহলেও তার ওজন অনেক।

শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে শুধু যে তরুণরাই হুমায়ূনকে ভালবাসেন, তার লেখা পছন্দ করেন তা কিন্তু নয়। চার দশকের জননন্দিত লেখকের সমান বয়সী অনেকেও তো তার ভক্ত। তার বই পড়ে আলোড়িত হয়েছেন। রাজনীতিবিদরা গল্প-উপন্যাস খুব একটা হয়ত পড়েন না। কিন্তু খুঁজলে দেখা যাবে তাদের অনেকেই কোনো না কোনোভাবে হুমায়ূনের লেখা পড়েছেন।

রাজনীতিবিদদের কথা বারবার বলার একটা কারণ আছে। রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা তো তারাই। আমি তাদের কাছে একটা আবেদন জানাতে চাই। বিশেষ করে বর্তমানে যেসব রাজনীতিবিদরা ক্ষমতায় আছেন। আবেদনটা জানানোর আগে বলে নেই।

তারা কিন্তু নিজেদের প্রগতিশীল দাবি করেন। আওয়ামী লীগ আর বাম দলগুলোর কাছেই আশ্রয় নেন দেশের অধিকাংশ প্রগতিশীলরা। রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকটা বাধ্য হয়েই দেশের প্রগতিশীল লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের বারবার ফিরে যেতে হয় আওয়ামী লীগ আর বাম দলগুলোর কাছেই। তাই যে দাবি আমরা অন্য সরকারের কাছে করতে পারতাম না তা এই সরকারের কাছে করতে পারি। আমরা চাই সরকার হুমায়ূনের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করুক।

আমরা চাই লাখো জনতার আবেগকে সরকার সম্মান দিক। লাখো জনতার আবেগের সাথে সরকার একাত্মতা ঘোষণা করুক। সরকার তা না করলেও বাংলাদেশ থেকে ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমে বসবাসকারীরা সোমবারের দিনটি কিংবদন্তি কথাকার হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা নিবেদনের জন্য উৎসর্গ করতে করতে পারি না?  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.